অর্ধাসুর /সঞ্জীব চট্টোপাধ্যায়
মেঘের কাঁধ ধরে হেঁটে গেছে নীল
দশভুজা, পদ্মপাতায় বিষ আনো
নয়তো ভাতের গন্ধ দাও ভরপেট কীট
তোমার মাটির মুখ ঘামতেলে আঁকা
বছরের ফেরে আসো বোধনের জয়
সহস্র বোধন জেনো প্রতিদিন হয়।
ভোকাট্টা ঘুড়ির রণ রঙের বাতাসে
কে কার কাটবে সুতো উঁচু ছাদ
আমিই মানুষ আর আমিই অসুর
এমন অর্ধ শরীর কলিতে জন্মাল।
এক মুখ প্রেম এক মুখ শরীর
বুকের ভরসা কম, বিশ্বাস, হীন
দীনের দয়াল কেউ আছে কি এখনো
ময়ূর পালক তো কোথাও দেখিনে।
ছো নাচ, মুখোশ পরেছে
মানুষ জন্ম শুধু বিচিত্র নয় ভাববারও
অসুর আমি যদি হই ষাঁড়ের পেটে
অসুর আমি যদি হই ষাঁড়ের পেটে
রঙের পতাকা আমাকে মানুষ বানাবে!
চিত্রগুপ্ত বিচারে যদি মানুষও হই
হালখাতা বদলে অসুর হবে।
একমুখ মিথ্যার চাষ একমুখ আশ্বাস
একহাত নিজের সুখ অন্য হাত টুটি
আমার কি কোনো নিজ মুখ আছে!
সব মুখ চেনা বলছিনা কখনও
তবুও আদল বলে কিছু হয় পড়েছি
শুধু যক্ষের ধন এঁকেছি যাতে।
এই সব পুরানো সা রে গা মা পা
এখনের সব গান বুদ্ধিজীবী হয়
ডেটা মেপে দেখেছি আনলিমিটেড জি বি
অধিক কানেকশনে লাইন কাটে।
মুখে গুজে আছি তুলো, সস্তা বারুদ
লক্ষ্যভ্রষ্ট হতে যত জ্ঞান শূন্য
আমার সন্তান ডাকে পুজো, অবেলায়
কাশের বাগানে আজ অসুরের পুজো।
অলঙ্করণ- সঞ্জীব
ভালো লাগা
উত্তরমুছুন