রূপং দেহি / সুমন বন্দ্যোপাধ্যায়
তোমার অনিন্দ্য রূপের সামনে
অন্ধ হয়ে বসে আছি কতকাল
নীরব প্রার্থনার ভেতর...
তুমিও কি অন্ধ আমার মতন?
অন্ধ হয়ে বসে আছি কতকাল
নীরব প্রার্থনার ভেতর...
তুমিও কি অন্ধ আমার মতন?
আমার এক একটি সমর্পণ
তোমাকেই ঘিরে নেয় যখন তখন
ঘণ্টা বাজে দূরের প্রহরে।
তোমাকেই ঘিরে নেয় যখন তখন
ঘণ্টা বাজে দূরের প্রহরে।
দেবী তুমি ইহজন্মের ...
আমার মন্ত্র নেই, স্তোত্র নেই
ভালবাসা আছে প্রসাদী ফুলের মত
তোমাকেই নিবেদন করেছি এই ভোগের শরীর
দেবী, তুমি ক্ষুধায় থাকো ভালবাসা আছে প্রসাদী ফুলের মত
তোমাকেই নিবেদন করেছি এই ভোগের শরীর
ক্ষুধা বড় মোহময়
শরীর ও মহিমা বেছে ভিন্নপাত্রে রাখে।
খুব সুন্দর এক টি কবিতা পড়লাম । কবিকে অভিনন্দন
উত্তরমুছুনখুব সুন্দর এক টি কবিতা পড়লাম । কবিকে অভিনন্দন
উত্তরমুছুন