Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিনটি কবিতা / অনিকেশ দাশ গুপ্ত, সায়র ব্যানার্জী

দুটি কবিতা
অনিকেশ দাশ গুপ্ত

পতনের পূর্বে
একটু আগেও,
আকাশ ছিঁড়ে বেরিয়ে গ্যালো যে চাঁদ,
তার আদরের দাগে কোন হাইপ্রোফাইল
কারুকার্য ছিল না।
অথচ তার ছায়ার খাঁজে খাঁজে
এক একটা জ্যান্ত আলাপের সুখ,
সঙ্গমের প্রচণ্ড বিস্তার।
শুনলাম, ওই বিস্তারের
আদর্শটুকু ধরে থাকলে অজস্র বাঁচা।
আকাশের গভীরে ,
যে মৈথুনিক অন্ধতা তা কোনওদিন
ফোটনতত্ত্ব বোঝেনি তবুও অকপট
গ্রহণ করেছে, একঝাঁক স্ফুলিঙ্গের
সঙ্গমোদ্ধত আক্রমণ।


বিষ বিষয়ক

আমি তোমার ঠোঁটে।
যা কিছু গোছানো। স্তবক। গন্ধক।
তীব্র আরক । মড়া গোলাপের পালক।
আরক্ত পান করি । এমনকি আজ তুমি
  শোন -
তুমি
!
তুমি এখনও

ক্ষমার মতো হওনি।
তোমার গোছানো ঠোঁট
এখনও ক্ষমার মতো হয়নি ।


আর্জির আর্তনাদ
সায়র ব্যানার্জী

ফাঁকা টানেলের পথ চিরে চলে গেল রাতের মত্ত লোকাল
প্রথমে ইঞ্জিন। তারপর ন-নটা বগি
ঘুমে মরা শহরে সিগনাল মানার কোন প্রয়োজন নেই
টানেলের আর্জি কোনও ট্রেনই শোনে না কখনও
চেরা পথ আরও চিরে
, কিছুক্ষণের ব্যাপার
তারপর অন্ধকার থেকে রক্তের এক ক্ষীণধারা
, শহুরে পথ ভেজায়
কয়েক ফোঁটা অশ্রুজল চুইয়ে পড়তে থাকে টানেলের ছাদ বেয়ে।

অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.