দুটি কবিতা / নীপবীথি ভৌমিক
উৎসর্গ
শান্ত ভোরের জলে তর্পিত শিশু ঘাসরঙ!
রামধনু স্নানে স্নাত হয়ে যে স্নিগ্ধ মথ রেখেছে তার ডানার স্পর্শে
ভালোবাসার রঙ…
কি দ্যাখো, কবি তুমি, ওই অন্তরীক্ষের চিত্রপটে তখন?
ছুঁয়ে এসো, ওই জল, সেই মথ-রং এবার;
রং আকাশ নয়
মাটির স্পর্শেই ছুঁয়ে যাক্ তোমার মন কলমের নতুন লিপি।
ভালোবাসার রঙ…
কি দ্যাখো, কবি তুমি, ওই অন্তরীক্ষের চিত্রপটে তখন?
ছুঁয়ে এসো, ওই জল, সেই মথ-রং এবার;
রং আকাশ নয়
মাটির স্পর্শেই ছুঁয়ে যাক্ তোমার মন কলমের নতুন লিপি।
মিথ্যা
কতটাই বা গভীরে যাওয়া
আমাদের
অনন্ত জল রাশির অতল খুঁজি
আর!
চঞ্চল স্পর্শ রেখায় যে জল ঘুমিয়ে থাকে
ছুঁয়ে যাই বরং, হয়তো ছুঁতে চাই তাকেই।
চঞ্চল স্পর্শ রেখায় যে জল ঘুমিয়ে থাকে
ছুঁয়ে যাই বরং, হয়তো ছুঁতে চাই তাকেই।
অথচ, কেমন করে রাখা থাকে সাজিয়ে
আমাদের গভীরতাময় শ্লোকের ধারাপাত!
অবাক হই, অবাক হয়ে যাই কেবল
মিথ্যা! মিথ্যা সাধন কি আর সফল হয় বলো!
আমাদের গভীরতাময় শ্লোকের ধারাপাত!
অবাক হই, অবাক হয়ে যাই কেবল
মিথ্যা! মিথ্যা সাধন কি আর সফল হয় বলো!
অলঙ্করণ-
চিন্ময় মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই