অলাতচক্র / সুমন্ত চট্টোপাধ্যায়
যে পাখি ঘর বেঁধেছে উত্তাল স্রোতে,
বোঝেনি মনপোকার চলন—
বিশাল কোনো রডোডেনড্রন অরণ্যে
ধিকিধিকি পুড়ে চলেছে সৌন্দর্য,
আর, সে আলোর বৃত্ত-ও জানে
আদিবাসী উৎসব কিংবা অচিন বাস্তুগাথায়
ঠাঁই হবে না তার, তবুও ...
বোঝেনি মনপোকার চলন—
বিশাল কোনো রডোডেনড্রন অরণ্যে
ধিকিধিকি পুড়ে চলেছে সৌন্দর্য,
আর, সে আলোর বৃত্ত-ও জানে
আদিবাসী উৎসব কিংবা অচিন বাস্তুগাথায়
ঠাঁই হবে না তার, তবুও ...
প্রাচীন বন্দরজুড়ে কুয়াশা নামার গন্ধ
অথবা অভুক্তের চোখে খাবার রঙ দিয়ে
যদি লেখা যেত একটি জীবনের স্পর্শ,
হয়তো সে-ও উঠে আসতো সমাধি ছেড়ে!
অথবা অভুক্তের চোখে খাবার রঙ দিয়ে
যদি লেখা যেত একটি জীবনের স্পর্শ,
হয়তো সে-ও উঠে আসতো সমাধি ছেড়ে!
বাঙ্ময় ভিড় ঠেলে অল্প অল্প
এগোতে হয় এক বিস্মৃত ঠোঁটের অভিসারে—
প্রতিটা মুহূর্তের গভীরে সে পদধ্বনি
মাখিয়ে যায় নিঃসঙ্গ জ্যোৎস্না যত,
আর, লালাভ কয়লার অঙ্গার নিভে গেলেও
রয়ে যায় আলোর মায়া এক, নিরাকার ...
অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই