Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আজ, পিছন ফিরে দেখার পর / চন্দনকৃষ্ণ পাল

আমলকী বনে আজ তোমার ছায়ার চলাফেরা
তোমার চশমায় আরো গাঢ় লেন্স
পুরুত্বেও সীমা ছড়িয়েছে
আমি শুধু বিস্মিত হতে থাকি আর
নিজের চশমার কাচে রাখি নিজ চোখ...।

তামাবিল রোডে আর ছায়া নাই দেখো
ছায়ারা কবেই জানি বিদায় নিয়েছে
ন্যাড়া টিলা-টক্করে বিকেলের রোদ এলে
বড় বেশী শূন্য মনে হয়!
অথচ সেদিনগুলো ছিলো ছায়াময়
শীতের বিকেলগুলো ধোঁয়াময় আর
কুয়াশার সাথেও ছিলো মিতালী গভীর।

আজ সব বিমূর্ত ছবির মতো লাগে
সব যেন ভাঙ্গাচুরা
কোলাজ হয়েও যেন অসম্পূর্ণ
আরো কিছু বাকি যেন রয়ে গেছে আজ।

তোমার হাসিরা উবে গেছে,
অন্ধকার ছায়া ফেলে আসছে নীরব পায়ে পায়ে।

অলঙ্করণ- মৌমিতা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.