Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আর্তনাদ / সঞ্জীব চট্টোপাধ্যায়

অসহায় আমি না অসহায় এই সিগারেট প্যাকেট
যাকে আমি বার বার খুলি বন্ধ করি টোকা মারি
অ্যাসট্রে ভর্তি হলে ওতেই জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিই
ও যদি কথা বলতে পারত হয়তো কিছু কথা শোনাতো
এই পৃথিবীতে কেউ কারো কথা শোনে না।
কথা উড়ে যায় বাদামি ধোঁয়ার মত কুণ্ডলী পাকিয়ে

মায়ার রাতে মদহোস নিয়নের খোঁজে
                       চিরস্থায়ী বন্দোবস্ত করতে।

এদিকে কথার পিছনে ছুটে চলে বিরহী আগুন।
            যাকে ফেলে এসেছি তুলোর মুখে

নরম তুলো। তুলো রেখে দিয়েছি আগুনের কাছে!
আগুন কী কখনো তুলো দিয়ে ছাঁকা যায়?
আগুনের সহস্র পা। সহস্রাধিক মুখ।
সেই মুখে খেয়েছে দাবানল। মাংসের এঁটুলি

জমাট রক্তের কাছে শিরার কিবা প্রয়োজন
খাদকের দল চেয়ে থাকে নীল চোখ বিষ


অজস্র শিরার কাছে রক্তের পরাজয়, জটলা 
আর্তনাদ নামিয়ে রাখি সঙ্গে শরীর সর্বাত্মক
আশ্চর্য হাওয়ায় ঝুলে নশ্বর দেহ, ডাল কই
জ্ঞানপাপী ডাকলেও একফোঁটা টনক নড়েনি।

ত্রাসের দাগ আজ তাসের মত ঘর
রোজ চমকে উঠি এই বুঝি মাঝখানে
অনবরত সুখটুকু মাথা নামিয়ে দ্যায়
ধারাবাহিক অল্প করে বাতাস শরীর
মাংসের গন্ধ ভরে ঝাঁঝালো হয়ে যায়
ঘোড়ার আস্তাবল নিয়ে প্রতি রাতে তাই
আমিই দেয়াল হই,
 দু কানের মাঝে
পালিয়ে যা পালিয়ে যা শুনিয়ে দি
 ...


অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায়




 অজস

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.