বিষণ্ণতা / সায়র ব্যানার্জী
১
সেই নদীটার কথা মনে আছে
নেই বুঝি মনে তার ডাকনাম?
আমি পথ ভুলে যাই শুধু। তোমারও স্মৃতিশক্তি ক্ষীণ
সেই নদীটার কথা মনে আছে
নেই বুঝি মনে তার ডাকনাম?
আমি পথ ভুলে যাই শুধু। তোমারও স্মৃতিশক্তি ক্ষীণ
শুধু রঞ্জন নামের এক ছেলে ওর নদীটার ধারে
আজও কুড়োচ্ছে নুড়ি পাথর দুঃখ শোক ঋণ
আজও কুড়োচ্ছে নুড়ি পাথর দুঃখ শোক ঋণ
২
কি নিপুণভাবে জানলার এসে পড়া পড়ন্ত রোদের
ছিঁটে পড়েছে তোমার মুখে
কি নিপুণভাবে জানলার এসে পড়া পড়ন্ত রোদের
ছিঁটে পড়েছে তোমার মুখে
কত
সাবধানে সেই স্নিগ্ধতা ভরা রৌদ্রকণা ছুঁয়ে যাচ্ছে
তোমার দমবন্ধ করা কণ্ঠনালি, তোমার কষ্ট চাপা বুক;
তোমার দমবন্ধ করা কণ্ঠনালি, তোমার কষ্ট চাপা বুক;
পূব দিকে
ঘন হয়ে আসা কালো মেঘের কথা থাক তবে
আমি চাই,
তোমাতে আজ
অতর্কিতেই মুষলধারে বৃষ্টি ঝরুক।।
অলঙ্করণ- মৌমিতা ভট্টাচার্য
কোন মন্তব্য নেই