Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

চিরফাট / পিৎজা আলি

আর একটু মধুমেহ ঢালো হে শরীর
ক্লান্তি বিনিময় করি
গাবগাছে উঠে গেছে মন
 
কী করি এখন

ধেনু সব দুধ দিল বিফলে
জাতীয় পুষ্টিতন্ত্রনিরামিষ দখলে

আর কিছু হবে না জেনেছি
স্বপ্ন আগাছা ছিল উপড়ে ফেলেছি

তবুত্ত রোজ রাতে বোরোলিন মাখি
নিশ্চয় অস্থিরতা আমার রক্তের সাথী
 

বেশ বেশমাটির ভাঁড়ের কাপ
সকালের উত্তাপ 
নাকি নিরাসক্ত ছিল প্রেম

আকাশ আকাশ বলে ছুটেছি প্রাণপণে
 

তুমি এখন কোথায়হে মাফিয়ারাজ

পারো তো একটু ছেঁটে ফেলো বুকের আওয়াজ

অলঙ্করণ- সঞ্জীব




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.