Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

রাত্রিকে প্রার্থনা করি / তাপসকিরণ রায়



রৌদ্র গলা একটা জানালার গারদে আটকে আছি
ওদিকে তোমরা আমায় কয়েদি বলতেই পারো
অথচ আমি চিৎকার করে বলছি,
 আমি না,  
জানালার গরাদ দিয়ে আমি তোমাদের বন্দীদশা দেখি।
মৌরি বনের গন্ধ আছে
কিছু প্রসাধনী উগ্রতা নেমে এলো
এখান থেকে একটা দুনিয়ার সৃষ্টি হল
তারপর রঙে গেলো,
 শাড়ির আঁচল ঝুলে পড়ল রোদ্দুরে
আকাশ স্বপ্ন দেখাল,
 পাখিরা জীবন দেখাল  
তোমায় দেখতে ইচ্ছে হয় অরণ্য
আবার তাই বুঝি ফিরে আসা,
দিনের আলোর আড়ালে রাত্রিকে প্রার্থনা করি
জীবনগুলিতে রাত্রিতে হারিয়ে ফেলার রোদ
  
লাল আলোর অন্ধত্ব ছিঁড়ে যাচ্ছিল
অথচ একটা হাত ছুঁয়ে আছে তোমার জঙ্ঘা

আদুর গায়ে এই পৃথিবী ঘুরে যাচ্ছে
আসলে মাটির গন্ধ মাটিতে হারিয়ে যেতে-যেতে
সমস্ত দুর্বলতা রেখে গেছে একটা ঘর
তারপর বালিয়াড়ি ঘর,
 তার কালিমাখা কাঠামো  
আবারও নিয়ম উল্লঙ্ঘন হল। তোমার গামছা বেড়ের নিচে
একটা নিয়ম-শৃঙ্খলার বাইরে যেতে যেতে
তোমার কামশাস্ত্র ধুয়ে যাচ্ছে জলের গড়ানে
জন্মান্তর হচ্ছে,
 ক্রমশ কথাগুলি চরিত্রহীন হয়ে আসছে

সেখানে ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে পাত্রে পাত্রে
তুমি মুছে গেলও জন্ম নিচ্ছে শেওলা
রঙ মাছের পালকে ছড়িয়ে যাচ্ছে স্ফুলিঙ্গ
তুমি উড়ে যেতে যেতে এক বিন্দু
তখনই উড়ে গেলে তুমি
আর একটা পিপীলিকার পাখা ক্রমশ পুড়ে যাচ্ছে।


অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.