Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পাহাড়ি ইতিবৃত্ত / সুমন্ত চট্টোপাধ্যায়


বুনো মদ ও স্বপ্ন, জাফরান ও আঁধার মিশিয়ে
যে অন্ধ যুবতীটি বানিয়েছিল এক অলৌকিক পানীয়,
তারই পোর্ট্রেট আঁকতে বসা, নিরিবিলি

কিন্তু চোখ সরে যায় ক্যানভাস থেকে,
বাইরে মাশরুম রঙের বর্ষা আর তার ভেতর
দুটি ডানা ঝাপটে চলা পাখি, আশ্রয়হীন
শার্সি তুলে দিয়ে অপেক্ষার কয়েক মুহূর্ত,
অথচ এক দমকা এসে হারিয়ে দেয়
কোথায়, অনেক নীচে, খাদের উপত্যকায়!

দুফোঁটা বৃষ্টি এসে পড়ে মেহগনি ঈজেলে,
আর খুব ধীরলয়ে গড়িয়ে পড়ার সময়
মনে হয় যেন তারা কোনও খেলায় মশগুল,
জুড়বার খেলা, সারা জীবন ধরে
একে-অপরকে ছোঁয়ার জন্য এগিয়ে যেতে যেতেই
ফুরিয়ে যায় প্যালেটের রঙে, শব্দহীন!


অলঙ্করণ-সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.