মৃত্যু-অপমৃত্যুর জলে / এমরান হাসান
তন্দ্রা
মুছে দিয়ে এইবার ফেরিওয়ালা হবো
মধ্যরাতে ঘুমের হাটে ফেরি করে যাব দম্ভিত দুঃসময়।
ভালবাসার অভিনয়ে যতোগুলো রাত খুইয়েছি হেসে
বিপরীত বিনিময়ে তারও চেয়ে ঢের বেশি মৌনতা দেবো
হাওয়া-আদিম রূহ সমুহে পলাতক চিন্তার বেশে।
নগর-বন্দরে
ছড়াব রাত বিভ্রমের শেষ সুবাস।
আয়োজনে অতৃপ্ত সেই ক্যাকটাসের গল্প শোনাবে না কেউ
তার হলুদ কাঁটার শিথানে অপরূপ গেঁথেছি সময়।
রঙচঙা
আকাশের প্ল্যাটফর্ম চিনেছে ঘুণ ধরা মগজ
হঠাৎ গজিয়ে ওঠা কী এক অলীক পাহাড়
শেখাচ্ছে বাঁকানো হরফের বেভুল মর্মার্থ
তোমাদের চিলেকোঠায় জেগে থাকা জামপাতার মতন
একদিন উধাও-শরীরীবেশে লেপে যাবো শেষ অহং
অলঙ্করণ- সঞ্জীব
ভালো লাগলো।
উত্তরমুছুন