Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

স্বাভাবিক / সুদীপ চট্টোপাধ্যায়

একটা বন্ধ দরজা কোনও সমাধান নয় বিশাখা
কোনও সমাধান নয় পশ্চিমে ঢলে পড়া সূর্য
 
বিগত চোখ মুছে নতুন একজোড়া চোখ পরেছ তুমি
তাই দৃষ্টি বিনিময় হচ্ছে না তেমন
তাই বিষণ্ণচিত্তে জঙ্গলে ফিরে যাচ্ছে নীল বর্ণের শেয়াল
জমানো রৌদ্রের সর তুলে তুমি প্রসাধন সার
আর থেকে থেকে তোমার পায়ের গোড়ালি ঘুরে যায়
ঘুরে যায় পিঠ ও মুখ
আর তখনই সূর্য নিভিয়ে হাতেটানা রিকশো থেকে
কেউ নেমে পড়ে প্রাচীন শহরে--ছুটতে থাকে প্রাণপণ
 
ঠিক তখনই হঠাৎ খুলে যায় একটা বন্ধ-দরজা
শুধু, মেঝে থেকে কিছুটা ওপরে দুলতে থাকে দুটো পা
সমাধানহীন, দমকা বাতাসে















অলঙ্করণ- শ্রীমহাদেব


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.