Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নদী / নীহার জয়ধর

শীতল শরীর গললো কেন গো
পাথর বাপের বুক চিরে এসে
মাকে বলেছ সে ঋতুর খবর, না
শুধুই আকাশ খাও তারিয়ে তারিয়ে


দুপাড়ে রাখছ সজল পলি
বুকে মাছ ছলাৎ ছলাৎ
দু-হাতে টেনেছ বেঁচে থাকা
ঘর, ভিড়, মানুষের শ্বাস। 


এখন দু-চোখে সঙ্গমী সাগর পুরুষ
কোন মা বেছে দিয়েছেন এমন বিত্তবান
ভাঙনের দাগ শ্রাবণে ধুয়ে এনে
মধ‍্য বয়েসে রেখেছ ত্রিভুজ আসন


কিছু কথা হোক তবে জলে আর ঘোলা স্রোতে 
বাতাস আসুক ঘিরে গল্প আসর 
জোয়ারে কে কত মেখেছে আদর 
ওপাড়ের খবর এনেছে কোন ভাটা মাখা পা ... 


তাহলে আমাকেও গলে যেতে দাও শরীরে শরীরে,
ডুবে যেতে মাছের হৃদয়ে ,
 
গলন তাপের বাসনা, আর ফেরারি হৃদয়
 
কোন আগুন দেখে, বসে পাখার সাধনায় ...




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.