Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / শুক্লা মালাকার

প্রাক্তন সময়

বহুদিন এখানে গভীরতা নামে নি
এক চিলতে হাসি, বিলিকাটা চুলে
আর মাদল বাজে না
এই উঁচুতে নিচ্ছিদ্র নাগরিক যাপনে
বসন্তের বাতাস নিঃশব্দে ফিরে যায়
চাঁদের ঘোর লাগা আলো
মৃত্যুর পরের শোক নিয়ে ঘোরা ফেরা করে
সমস্ত মাতাল সময়েরা এখানে প্রাক্তন
এখানে সতেজ ঐশ্বর্য মাদক
পিছলে গেছে হাজার হাজার রূপকথা
মজা খালের মতো প্রেম
জড়িয়ে আছে ঝকঝকে সুখের আগাছা
একজোড়া প্রেত ঘোরে ফেরে
শ্যাম্পেনে মুখ ধুয়ে বলে
ব্র্যাভো

বহুদিনের সঙ্গমহীন আমাদের মিলিত সুখ
এখানে
 উঁই ঢিপির গাদায় শর্তহীন শীতঘুম।


ঘাতক 

কিছু কিছু অবিশ্বাস থেকে জন্ম নেয়
ব্রিজ ভাঙার মন্ত্র
ফাঁকতালে ঢুকে পড়ে এলোমেলো ভেজা ঠিকানা
ধার্মিক ঘাতক আড়িপাতে
কিছু কিছু মুখ ভাসে আব্বুলিশ
ভিতরে অবান্তর ক্রোধ
ভাঙা জানালায় ছায়া ছায়া পাহারাদার
ছায়ারাও প্রতারক হয়
ব্রিজ ভেঙে গেলে বন্দুকের ডগায়
উঠে আসে বন্ধুত্বের ফসিল










অলঙ্করণ- সঞ্জীব


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.