Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

স্বরলিপি / অসিত বরণ চট্টোপাধ্যায়

আকাশের বর্ণমালা দিয়ে
রচিত হবে তোমার স্বরলিপি,
সপ্তসুরে বেঁধে দেবো প্রকৃতি,
হয়তো সেটাই বিধিলিপি।
শিশির ধৌত লাব
ণ্যে এ প্রাণ
বুঝি হারাবো নিজেকে,
শারদ আকাশে তুষার শুভ্র মেঘ
ইতি উতি ঘোরা শেষে,
ঘাসের আগায় শিশির হবো
শিউলির মত ঝরে যাবো ভোরে।
রয়ে যাবে শুধু গান আর গান
খোলা জানলায় দখিনা বাতাস
তান লয় মীড়ের আকাশ
অবারিত ঋষভের সুরে
খুঁজে নেব ভোরের যৌবন।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.