Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভাগ্যরেখা / মাহমুদ নজির

হাতধরে নিয়ে চলো আমাকে                                       
সাথী হবো জীবনে মরণে।
হিরণ্ময় কণ্ঠে নিশিদিন শোনাবো গান সুমধুর!
যমুনার তীর বেয়ে হেঁটে যাবো শুভ্র কাশফুলের বনে,
হিজল তলী বটের নিবিড় ছায়ায়।
মুগ্ধতা ছড়াবো দুজন, ফুলে ফলে সাজাবো স্বপ্নের পৃথিবী।
এই নদী মাঠ বৃক্ষ তরুলতা ধান শালিক ফড়িং প্রজাপতি,
মেঠো পথের সবুজ দূর্বাদল ভালোবেসে ডাকছে ।
এসো হাতধরি, লাল নীল ঘুড়ি ওড়াই শরৎ আকাশে।
চলো যাই বহুদূর ...
ভাগ্যরেখায় লেখা আছে সুখ অনিঃশেষ!
চাও যদি নিতে পারো ঢের ...


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.