চরিত্রহীন / কৌশিক বাগ
বলা ভালো চরিত্রবান নই আমি।
যদিও ছিলাম না কখনো ।।
অনেকগুলো বান্ধবীর ঠোঁটের লালা।
জড়িয়ে আছে আমার ঠোঁটে এখনো।।
যদিও ছিলাম না কখনো ।।
অনেকগুলো বান্ধবীর ঠোঁটের লালা।
জড়িয়ে আছে আমার ঠোঁটে এখনো।।
নিদ্রাহীন নিশীথগুলো এখনো সাক্ষী দিতে রাজী।
অজানা আদালত বিচারের বন্দোবস্ত করবে কি?
আমি উলঙ্গ হতে চাই আজও।
চরিত্রবানের ছদ্মবেশ পরিত্যাগ হবে কি তাতে??
অজানা আদালত বিচারের বন্দোবস্ত করবে কি?
আমি উলঙ্গ হতে চাই আজও।
চরিত্রবানের ছদ্মবেশ পরিত্যাগ হবে কি তাতে??
আর আমার সেইসব বান্ধবীরা।
যারা আমায় ভালবেসে গেছে নিঃস্বার্থ ভাবে।।
অভিনয়টা তো খুব খারাপ করি না।
প্রেম আর বিছানা সহবাস করেছিল তাই একসাথে।।
যারা আমায় ভালবেসে গেছে নিঃস্বার্থ ভাবে।।
অভিনয়টা তো খুব খারাপ করি না।
প্রেম আর বিছানা সহবাস করেছিল তাই একসাথে।।
জীবন সায়াহ্নে দাঁড়িয়ে, কি আর বলবো।
আমার প্রিয় বান্ধবীদের তাই,
একরাশ চুমু আর সেইসব রাতের উষ্ণ ভালোবাসা।
তোমরা ছিলে ভাগ্যিস।।
আমার প্রিয় বান্ধবীদের তাই,
একরাশ চুমু আর সেইসব রাতের উষ্ণ ভালোবাসা।
তোমরা ছিলে ভাগ্যিস।।
নিজেকে চরিত্রহীন বলতে দ্বিধা নেই।।
কোন মন্তব্য নেই