আশ্চর্য পরিবেশ / অঙ্কিকা দাস
যাত্রা করছি একসাথে।
অথচ দেখা হয়নি আমাদের।
ঠিক যেমন, নদীর দুই কিনারা কখনও মেলেনা।
অথচ দেখা হয়নি আমাদের।
ঠিক যেমন, নদীর দুই কিনারা কখনও মেলেনা।
বাগানে ছড়ান ফুলের সুগন্ধ।
বিষ্মিত হচ্ছে,
পুষ্পবিকশিত পরিবেশ
এমন ভালোবাসা দেখে।
কোন এক লুকানো খবর
পরিবেশে।
কিছু হারানো কথা হৃদয়ে।
বিষ্মিত হচ্ছে,
পুষ্পবিকশিত পরিবেশ
এমন ভালোবাসা দেখে।
কোন এক লুকানো খবর
পরিবেশে।
কিছু হারানো কথা হৃদয়ে।
যে গান আমি শুনেছিলাম, সে তো আমারই হৃদয়
বলেছিল।
কিন্তু এ কোন গল্প?
যা সময় আমায় বলছে।
কিন্তু এ কোন গল্প?
যা সময় আমায় বলছে।
দেখা হয়েও দেখা হয় না। যেন গোলাপ ফুটেও ফোটে
না।
চোখ দেখছে এক শোভা,
কিন্তু হৃদয়-ভঙ্গ।
পরিবেশ যেন থমকে দাঁড়িয়ে।
চোখ দেখছে এক শোভা,
কিন্তু হৃদয়-ভঙ্গ।
পরিবেশ যেন থমকে দাঁড়িয়ে।
কোন মন্তব্য নেই