Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কথিকা / সুমন্ত চ্যাটার্জী

সহজ হওয়া বড্ড কঠিন,
যেমন ধরুন
আপনি বহুদিন ধরে চাইছিলেন
তার ফোনকল কি আসতে পারেনা,
একবার ... মাত্র একবার!

শেষমেষ কোনো এক বৃষ্টির বিকেলে
আপনার মোবাইলে সেই চেনা রিংটোন,
আপনি অবাক হয়েছেন
সেটা বুঝতে না দিয়ে
বেশ ভারিক্কি গলায় হ্যালো ...

চার্জ রয়েছে-রিচার্জ রয়েছে-ফুরসত রয়েছে
মনের রাস্তায় গিজগিজে ট্র্যাফিক জ্যাম,
অথচ আটকে যাচ্ছে সব,
কথার গ্যাপগুলোতে আপনি ভাবছেন
এত ভেবে কথা বলতে হচ্ছে কেন!

সবার সাথে একলা থাকা,
কিংবা একার মাঝে ভিড় বানানো
ঘুড়ি উড়ানের আকাশ পায়না,
চালাক হতে হতে কখন
আমরা নিজেদের থেকেও চালাক হয়ে যায়!




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.