দোসর / শ্রেয়সী কুন্ডু
তোর জন্যে লিখতে পারি, এক আকাশ গল্প।
ঠোঁটের ফাঁকে চুঁইয়ে পড়া আদর অল্প স্বল্প।
টাপুস্-টুপুস্ দু’চার ফোঁটা রঙে ভেজা তুলি,
ক্যানভাসটাই পালটে গেল যখন তুই ছুলি!
ভোর লাগা হলুদ আর সন্ধ্যে লাগা নীল,
তোর হাসিতেই সবের মাঝে খুশি ঝিলমিল!
গল্প লেখা ফুরালো যেই, বললাম, “তুই শুনবি”?
তুই বললি, “আমার কথা তুই কখনও জানবি”?
শুনেও তুই দেখলি না যে কী লিখেছি আমি,
কোনদিনও বুঝলি না তুই কতটা তোকে জানি!
তোর নীলেতে হাত বুলিয়ে চিনেছি কত তোকে-
হেসেই তুই উড়াবি সেসব ছেলেমানুষি ঝোঁকে।
নিজেও নিজের এতটা আপন ছিলি কখনও তুই?
আমার প্রাণের দোসর রে তুই, আমার প্রাণের সই!
কোন মন্তব্য নেই