Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সময়টা ভাল যাচ্ছে না / দীপঙ্কর বেরা

এই টিপ্ টিপ্ বৃষ্টি
তো পরক্ষণে ঝলমলে রোদ ,
ধুলো ভর্তি উঠোন ঝাঁট দিয়ে সরাতে না সরাতে
হিমেল হাওয়ার আনাগোনায়
আমরা সমস্ত জানলা দরজা বন্ধ করে দিই ।

গভীর আকাশে তারাদের সাথে
চাঁদের মিঠে লুটোপুটি খেলায়
আমরা যখন মুগ্ধ ;
তখনই কয়েকটি যুদ্ধ জেট
আর বারুদ ভর্তি মিসাইল ভোঁ ভোঁ করে
এদিক ওদিক উড়ে গেল ।
                             
ভয় পেয়ে ভোরের আশায়
বিপদসংকুল বিছানায় আমরা ঘুমোতে যাই ;
ঘুম হয় না - ছটপট করি
আর সকালে জেগে উঠেই
চমকে যাই - কোথায় সেই রক্তিম অরুণ আলো !
এ যে দূষণ প্রকট সূর্যের উষ্মা ।

কি আর করা যায়
তাকেই 'ওঁজবাকুসুমসঙ্কাশং' প্রণাম সেরে
কোমর বেঁধে লেগে পড়ি কাজে অকাজে ।

তবুও স্রোতের সংজ্ঞায় সময় আসে
ভেবে কি লাভ 
সময়টা কি সত্যিই ভাল যাচ্ছে না ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.