Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

শাঁওন সখা / কাকলি দাস

দিগন্ত রেখায় ছড়িয়ে তোমার অনুরাগ।                                      
অভিমান তবু কমেনি এতটুকু।
তোমার আসমানি আস্ফালনে কান পাতা দায়।
জানি আশ্রয় চাইছো আমার বুকে।
আধার উজাড় করে ঢেলে দিচ্ছ রত্নরাজি।
জমাট অন্ধকারেও তারা আসছে বিদ্যুৎ বাতি নিয়ে।
দক্ষিণা বলছে চুপিচুপি,
এ যে ভালবাসার লহরী।
জানলা দিয়ে সজোরে ছুটে আসছে,
তোমার পাঠানো হীরে বাঁধানো চুমু।
ছুঁয়ে যাচ্ছে ওরা আমার গাল,সর্বাঙ্গ।
অনুভব করছি স্বর্গীয় সুখ।
ইথার তরঙ্গে পা মিলিয়ে,
হারিয়ে যাচ্ছে অভিমান,গ্লানি।
চোখ বন্ধ করে ভাবছি
মনের মধ্যে যার বাসা
তাকে কেন খুঁজি বাইরে বারবার।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.