Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভুল / দিলরোজ আফসানা

আমি ফিরে যাবো বলেই এসেছিলাম-
তোমার ভরা বসন্তের আয়োজন থেকে।
 
মনে পড়ে গেলো, হৃদয় বাঁধা পড়ে আছে,
তোমার পাষাণ পাঁজরে অবুঝের মতো।
কতো নির্বোধ হলে শিশির পড়ে-
 
বাসি শিউলির সুবাসিত ঘাসের উপর।
সাদাকালো দোয়েল নিঃসঙ্গ উড়ে আমার বিষ
ণ্ণ জানালায়।
সেদিনের কথামতোই আশা বেঁধে আছি প্রাসাদ গড়ার শ্রমিকের ন্যায়।
যদি অহংকার ভেঙ্গে পড়ে ক্রিস্টালের গুড়ায়।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.