Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অস্থির সময়ে / স্বপন পাল

স্থিরা-ভব, স্থিরা-ভব
অস্থির সময়ে যদি একটুখানি
সময় নিয়ে ভাবো, তবে আটকানো যায়
অনেক অনেক ক্ষতি।
সবার হাতই ভিজতে হবে রক্তে
এতে সবারই সম্মতি ?
শুধিয়ে নাও না, তোমার খোকার কাছে
কি বলে সে এই খেলাতে আছে ?
খুকুর কাছে একটু জানতে চেও
কি বলে ও, এই ভাল আগ্নেয় ?
অস্থির এই সময় কেন দাপায়
কেউ কাউকে ফোলায় এবং ফাঁপায়।
চোখ কচলে সাদা চোখে খোঁজ
মুখোশ মুখে যে তোমাকে জপায়
তোমার তাতে ভিতর থেকে
আছে কি সম্মতি ?
কার কাছে রাগ দেখাতে যাও,
বিরাগ কাদের প্রতি....

স্থিরা-ভব, স্থিরা-ভব
বাকী জীবন অনুতাপে
কিম্বা নেশায় দগ্ধাবে তাও ভাবো।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.