Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

রেণুদিকে / জয়তী নন্দী

ব্রহ্মবাদিনীর মন্ত্রোচ্চারণ 
কোন যুগে বিধেয় , কোন যুগে নয় !
আপনিই শিখিয়েছিলেন 
নগরবধূ শব্দের মানে ।
ইহজগত দুঃখময়, দুঃখের কারণ আছে ।
জরা-ব্যাধি-মৃত্যুশোকের জীবন থেকে
তিনি চললেন অপার শান্তি সন্ধানে
মধ্যবিত্তের তিলোত্তমা স্বর্গে -
টু বি-এইচ-কে সাড়ে নশো স্কোয়ার ফিট
'জেতবন বিহার' ।
পাঁচতলার দেয়ালজুড়ে
জারুল শাখায় ফুটল বসন্ত ।

আর আপনি যশোধরা !
ব্ল্যাকবোর্ড থেকে মানচিত্রে
নৈরঞ্জনা নদীতীরে 
ইতিহাসের পাতায় পাতায়
ছুঁয়ে নিলেন অমৃতকণিকা ।

সপরিবার তৃ
প্ত মার্জিত প্রৌঢ় মুখ
চলন্ত বাসের জানলা দিয়ে অতর্কিতে
ঝাঁপিয়ে পড়ল চন্দনরঙা ধনেখালি তাঁতে !
আপনি যথারীতি টিকিট কাটলেন ,
স্বচ্ছন্দে নামলেন গন্তব্যে ।
নাইন বি-তে ফার্স্ট পিরিয়ড আপনার -
কতদিন কেয়াতলা বালিকা বিদ্যালয়ের দিকে যাইনি...

আপনি ঠিকই বলতেন ,
দুঃখ নিবৃত্তি সম্ভব ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.