এসো হে নির্বেদ / রফিক হাসান
উড়াও ঝড়ের মেঘ, খড়কুটো প্রাণ
মত্তবনে হে গুচ্ছের গুঞ্জন,
ক্ষিপ্ত-রঙা তীক্ষ্ণ ধনুর্বাণ
চন্দ্রাতপে নগ্ন শিহরণ।
উজানস্রোতে উল্টো নদীর ঢল
নিশিতৃষ্ণা জ্বরতপ্ত ঘোর,
সূচিকর্মে ক্লান্ত মেঘের মন
স্বপ্নদৃশ্যে উচ্চকিত শোর।
জীবনচিত্রে নির্লিপ্ত আবেশ
জলকূটে ছল, জলের হুলুস্থুল
হাওয়ার ঢালে নিরন্ধ্র পর্বত
রৌদ্ররেখাও অরণ্যসংকুল।
ভাসাও কাজল দিঘী - শস্য ও স্বেদ,
মত্তবনে হে গুচ্ছের গুঞ্জন,
ক্ষিপ্ত-রঙা তীক্ষ্ণ ধনুর্বাণ
চন্দ্রাতপে নগ্ন শিহরণ।
উজানস্রোতে উল্টো নদীর ঢল
নিশিতৃষ্ণা জ্বরতপ্ত ঘোর,
সূচিকর্মে ক্লান্ত মেঘের মন
স্বপ্নদৃশ্যে উচ্চকিত শোর।
জীবনচিত্রে নির্লিপ্ত আবেশ
জলকূটে ছল, জলের হুলুস্থুল
হাওয়ার ঢালে নিরন্ধ্র পর্বত
রৌদ্ররেখাও অরণ্যসংকুল।
ভাসাও কাজল দিঘী - শস্য ও স্বেদ,
তরঙ্গে
অধীর, এসো হে নির্বেদ।
কোন মন্তব্য নেই