Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

প্রোডাক্ট / শুভম মুখার্জী

হাজারো শব্দের অঙ্গ-প্রত্যঙ্গ খুলে তৈরি হওয়া কারখানায়
শ্রমিকেরা চারপায়া অথবা যেন জটিল যুক্তাক্ষর
হিংস্র সরীসৃপ দাঁড়িয়ে থাকে হাতে সাইরেন নিয়ে।

বাড়তে বাড়তে সবথেকে উঁচু চিমনির গলা 
বশ্যতা আনে ঘণ্টা পরানো হাতেরা। তাও,
দিনে চোদ্দ ঘণ্টা কব্জির জটিল হিসেব
আর ঘরবন্দি কয়েকমাসের 'হোম-ডেলিভারি'।

প্রতিটি হিংস্র ক্রেতা আর সরীসৃপের চোখে চোখ রাখে
অসংলগ্ন ও অপ্রত্যাশিত শেষ শ্রমিকটি 
অন্তত শেষবারের মত 
একটি অর্থপূর্ণ সাম্যাবস্থার প্রোডাক্ট তৈরি হবার অপেক্ষায়। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.