Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

উপেক্ষা / অরিজিৎ পাঠক

তোমার উপেক্ষা আমাকে সীমাহীন করে
বনপথে যেসব শূন্য দিগন্তেরা
 
                   
একদিন নেমে এসেছিল 
গাছের গুঁড়ির মিষ্টি গন্ধের লোভে

শিকারি স্রোতের টানে ভেসে যেতে যেতে
কী অনায়াসে প্রাচুর্যের দেনা মেটায় তারা
            অকপট আমিত্বের স্বীকারোক্তিতে


তোমার বাঁকানো আঙুল তখন
অবরুদ্ধ নাবিকের গল্পে লেখে
             নোনাজল আর হাওয়ার যুগলবন্দী


এ ব্রহ্মাণ্ড আজীবন দেখেছে 
কিভাবে মেরুর গলন জন্ম দেয় অনামী নক্ষত্রের
          মায়াবী সভ্যতার আলোকিত কক্ষপথে
       
      সেখানে সম্মতিরাই পূজিত হয়েছে বারবার


আমাকে দৃষ্টিহীন করে ভালই করেছ
যে সমতল ঔজ্জ্বল্য মহাকাশ বিদীর্ণ করে
               আমি তাকে পরিত্যক্ত মনে করি



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.