Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / রবীন বসু

পরাজিত নও

তুমি জল ছুঁয়ে বসে ছিলে, স্পর্শে যেন লেগে আছে হাত
সাফল্য তোমাকে ছোঁয়, তবু অন্ধকার জেগে থাকা পাখি
সুমসৃণ ষড়যন্ত্র, গুপ্ত নীল জ্যোৎস্না গায়ে মাখে রাত
তারারা তোমাকে ডাকে আর সে স্বপ্নছোঁয়া সরল আঁখি।
 

শূন্য থেকে শুরু করে এক সুদূরের উড়ান ভাসাও… 
তাই ওরা ডানা ভাঙে, হিংস্র নখের আঁচড় গায়ে খাও।
 
শিরায় শিরায় শুধু বহে যায় বিষণ্ণ বিষাদ বিষ
 
তোমাকে আহত করে ঠিক যেন অসহায় অনিমিষ।
 

মনের গভীরে তবু জ্বলে ধিকি ধিকি তুষের আগুন
কেমনে নেভাবে তুমি তীক্ষ্ণ অমোঘের জ্বলন্ত উনুন।
 
দিন নেই রাত্রি নেই তবু এই অসহ দহন জ্বালা
তোমাকে একা করে যেমন শত্রুদের তাচ্ছিল্য-শলাকা!
 

তাই আজ স্থির আছো দেখি, রাত্রির আকাশ বড় শান্ত
লড়াই তো শেষ হল এবার, তুমি নও পরাজিত সুশান্ত!
 


বিশ্বায়ন হেঁটে যায়

বেআব্রু সকাল গা থেকে সরিয়েছে ছেঁড়া কাঁথা
এলোমেলো খড়কুটো
              
 ইটের উনুন হাঁড়ি কলসি নিয়ে
                             ছড়ানো সংসার

সদ্যপ্রসবা আলো ফুটপাত-বালিশে রাখে মাথা 
কৃতজ্ঞতার গভীরে জ্বলে উন্নয়ন
 
কাকজ্যোৎস্না ঝরে
                        প্রাত্যহিক দিনলিপি
          
 কষ্টের চালচিত্র     সর্বভুক মানুষ
ক্ষুধাকেই গিলে খায়

বিশ্বায়ন হেঁটে যায় ফিচেল মেয়ের মত 
                             সানগ্লাস পরে...



অলঙ্করণ- সঞ্জীব

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.