বাঘের পায়ের ছাপ / শোভন মণ্ডল
চোখ বন্ধ হলে মনে হয়
একটা কাজুবাদাম বনের মধ্যে ঢুকে পড়েছি
নোনা মাটির ওপরে পায়ের ছাপ এগিয়ে
যাচ্ছে
মানুষের পায়ের ছাপের কোন দাম নেই
ওটা বাঘের হলে তটস্থ হয়ে যেত লোকালয়
কাজুবাদামের বনে বাঘ থাকে না
তবে মাঝে মাঝে ছাপ দেখা যায়
একটু অন্যরকম দাগ।
আজ কাল সর্বত্রই
বাঘের পায়ের মতো ছাপ ছড়ানো ছিটানো রয়েছে।
অলঙ্করণ- শ্রীমহাদেব
সুন্দর কবিতা, অভিনন্দন জানাই।
উত্তরমুছুন