দু'টি কবিতা / অরিজিৎ পাঠক, শর্মিষ্ঠা বিশ্বাস
এসো একবার নির্মাণ করি
অরিজিৎ পাঠক
মহত্তমের সত্য ভাষণেও লুকিয়ে থাকে বিহ্বল প্রবঞ্চনা।
কাতরতা, দুঃখ, অভিশাপ জমা থাকে
অপাপবিদ্ধ নিষ্পাপ চাহনিতে।
সবকিছু ততটাও নিশ্চিত নয় –
যতটা অনিবার্যতায় গলে যায়
উত্তূঙ্গ গোপনীয়তার উজ্জ্বয়িনী বরফ।
চোখের পলকে নিলীয়মান হয়
তরলীভূত নির্মম অহংকার গুলো।
যতটা প্রত্যাশিত মনে হয় বিরুদ্ধতা খণ্ডন করা,
তার চেয়ে অনেক সহজ চিনে ফেলা–
কোন জন আসল গুপ্তঘাতক।
অকাল বর্ষণ যদি ভিজিয়েও দেয়
গিরিবর্ত্ম, পাহাড়ি কোনো প্রাচীন জনপদ, তবু–
স্পর্শরোদে মায়াবী হাত অকপটে লিখে যায়
অপঠিত সময়ের শাশ্বত লোকায়ত কথা।
আসলে প্রতিটা সংলাপই অনুরঞ্জিত স্তাবকতা ছাড়া
আর কী ই বা হতে পারে–
এই অঋজু সময়ের দায়গ্রস্থ অপটু অভিনয়ে?
হে জীবন...
নির্মোহী অনন্ত জীবন...
এসো একবার... একবার তোমাকে নির্মাণ করি।
খবর
শর্মিষ্ঠা বিশ্বাস
ডানা ঝেড়ে উড়ে গেলো বক।
আজ এমন গ্রীষ্মদিনের টিকিট
কেটে চলে যেতে হবে বহুদূরে।
শিকার হতে উপরের দিকে তাকিয়ে আছে কিছু মাছির মতো খবর।
কাগজে মুড়িয়ে যারা অভুক্ত খাবারকে
জানালা দিয়ে নীচে ফেলে দেয়,
তারা সকলেই কোনো না কোনো প্রয়াত সংবাদকে
শিকারের পরে হাড় থেকে মাংস ছাড়িয়ে কোথায় যেন ফেলে দিচ্ছে।
ডানা ঝাপটানো রাতের উড়ন্ত পাখনায়
পৃথিবীর এক আবর্তনের মধ্যে নিশাচরী এক ছাপাখানায়
শব্দ করে করে জীবন্ত বীজের মধ্যে অক্ষর আকৃতি পাচ্ছে।
অলঙ্করণ- শ্রীমহাদেব
কোন মন্তব্য নেই