Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মেঘের উপর জলের আয়না / সাত্যকি

 কেরোসিন আর জলের মত সম্পর্কে আমরা চলছি সাঁকোর পিঠে সাঁকো সাজিয়ে
নটের পাতা কলমি ফুলের জমা শরতে দেখছি মুখ আমোদ করে মেপে নিচ্ছি কপাল রেখা
ছড়িয়ে থাকা হেম সেলাইয়ের মত সহজ রাস্তা জট পাকাচ্ছি আবার ছাড়িয়ে নিচ্ছি

আমরা কখনও বলছি না ভালোবাসার শব্দ বন্ধ কখনও রাখছি না উষ্ণতার ফুলদানি 
তালুতে কখনও ভাগ করে খাচ্ছি না খোলা বাদাম
                                    তবুও আমরা চালিয়ে যাচ্ছি বেশ
মেঝের উপর উতলে ওঠা জলের আয়নায় দেখছি নিজের মুখ দেখতে দেখতে
পূর্ব দক্ষিণ ভাগ হয়ে যাচ্ছে ভাগ হচ্ছে সকাল দুপুর
                                     তবুও আমরা চালিয়ে যাচ্ছি বেশ

 রোজই লিখছি নতুন বাস্তব রোজই গড়ছি হাতের রেখার পথ 
 কিন্তু,নতুন করে ঠেলে আসা ছবি রয়ে যাচ্ছে লক্ষ ক্রোশ দূর...  















অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.