দু'টি কবিতা / আলিউজ্জামান, কার্তিক নাথ
সিনেমাহল
আলিউজ্জামান
জলছাপে পা ধুয়ে ধুয়ে কলতলায়
মাছ হয়ে যাচ্ছে একটা
শরীর।
এবার গুটিয়ে নেওয়া ভালো বলে
লুফোলুফির ছলে আকর্ষণ বুঝে নিতে হয়
পৃথিবীর।
কেবল তোমাকে বুঝতেই ;
কবিতার নীচে ফাঁকা সাদায় জাগে,
সিনেমাহল।
অহরহ...
শিস দেওয়ার পর,
একই রুটের বাস
বার বার
ক্রস করে যায় আমাদের।
সাঁতার সমগ্র
কার্তিক
নাথ
সাঁতার সমগ্র যদি শেখালে স্বেচ্ছায়
কেন উঠে গেলে এই ভাবে জল থেকে ?
বাঁশি হাতে এক ছেলে
জলের কাছেই থাকে সব কাজ ফেলে
কেন মেয়ে তাকে দিলে
উজ্জ্বল একটি সেতু ?
অলঙ্করণ- শ্রীমহাদেব
কোন মন্তব্য নেই