Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / হরিৎ বন্দ্যোপাধ্যায়

জীবনের সমান্তরালে

জীবনের সমান্তরালে যে নদী বয়ে গেছে
কোনো এক বাঁক ঘুরে
নদীর বুকে ফুটে উঠবে ফুল -
এমন বিশ্বাসে সকালের হাতে হাত রেখেছিল পাতা
কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে জেনে
দল বেঁধে ঘর ছেড়েছিল বিন্দু বিন্দু জল
তারাও এখন সকালের বারান্দায়

বটগাছের মাথা থেকে দেখা যায়
অনেক দূরে সকাল সাজাচ্ছে এক পরিবার
আকাশ এখন শুকতারার গানে বিভোর
ভোরের উষ্ণতায় ঘুমের রেণু হাতে হাতে লেগে যাবে
আর তখনই নদীর বুকে ফুটে উঠবে ফুল।



পাথর ঘরের পাশেই জ্বলে থাক সূর্যদিন
সভ্যতা

পাহাড়ের কাছে যে ফুল রাখি
সে আসলে একটা গোটা দিন
সারা ঘর জুড়ে সূর্য জ্বলছে
পাহাড় মাঝে মাঝেই সেই ফুলের ওপর হাত রাখে
হঠাৎ রাস্তায় পুরোনো বন্ধুর সঙ্গে
দেখা হয়ে যাওয়ার মতো আনন্দ সবুজ ছায়া হয়ে
তখন ঘরের চারপাশে খেলা করে

সারাদিন সূর্য জ্বলার যোগ্যতাতেই মেলে
পাহাড় প্রদেশে প্রবেশের ছাড়পত্র

আগামীর জলপথে কিশোর কিশোরীরা জেনে যাক
এভাবেই সাজানো থাকে সভ্যতা।




অলঙ্করণ-সঞ্জীব











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.