Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দু’টি কবিতা / সুকন্যা সাহা

ঠিকানা

বন্দর ঠিকানা বুঝি জাহাজের 
জীবন
 সমুদ্র পারের বাতিঘর
আলো দিয়ে ছুঁয়ে যায়
 অপার সমুদ্র নীল
ঢেউ ওঠে ঢেউ ভাঙে বুকের
 ভিতর। 

মনের গহীন গাঙে নিজেকেই খোঁজা 
ঠিক দিশা চিনে নেওয়া অথই জলে
ঠিকানা বিহীন
 সাদা খাম পড়ে থাকে একা 
মন শুধু
 তার নিজের ঘর খুঁজে চলে।

এই খোঁজা তার চলে জীবনভর
কোথায় পাবে তার শান্তির নীড়
বসত সরাইখানা
 সবই ক্ষণিকের 
ঘরের
 ঠিকানা তার স্বপ্নে গভীর।

এ পৃথিবী মায়াময় ক্ষণিকের বাস 
মায়ার কালিতে লেখে ঠিকানা ঘরের
শেষদিনে
 ছিঁড়ে যাবে ঘরের বাঁধন
কিছুই তোমার
 নয় সবই পরের।


ঋণ

এখন দুঃখদিন 
সারা রাত পথ আলো ছায়াময়,
তারারাও সরে গেছে আলোকবর্ষ দূরে
এখন বিচ্ছেদ সময়।

ছায়াপথ মাখা আলো আঁধারিতে
ছাতিম গন্ধ ভরা শ্বাস,
অভিমানী সুখ
 রেখে গেছে বিছানা জুড়ে,
অসুখের
 আভাস। 

তবুও ফিরে আসে দিন 
ভোর  হয় কালো রাত 
বুকের গভীরে
 জমানো কান্নারা 
তোমার
 ছোঁয়ায় হঠাৎ জলপ্রপাত।


অলঙ্করণ-সঞ্জীব



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.