Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / বিপ্লব সাইফুল



  ক বি তা
চোখ

আমার মতোই আমার ছেলের চোখ।
বাবা তুইও কী জন্মালি তবে-
বুকে নিয়ে অদ্ভুত নদী?

নদী তো বলে না নদীর কাহিনী
লিখে রাখে চোখ নদীর বিস্মিত- বিপন্ন পৃথিবী!

সবুজ কবর

ভুল বিশ্বাসে হেঁটে গেছি নদীর কিনারে
ওখানে বালু চিকচিকে হিরণ রোদ্দুরের চর
লু- হাওয়া ওখানে এখন;
সেই মাছরাঙাটি নেই যে আমার শৈশবে-
রঙিন পালকের সম্মোহন!

যা ছিলো কিছুই নেই আর তেমন।
কোথায় প্রোথিত আমার জন্মের শিকড়?
পৃথিবীর প্রগাঢ় নির্জনতা নিয়ে-
জেগে আছে কেবল একটি সবুজ কবর!




অলঙ্করণ-সঞ্জীব



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.