মাধ্যম / গৌরাঙ্গ মণ্ডল
সেই মূহুর্তের কথা ভুলে যাও আজ
আবার জোয়ার হবে, চর থেকে সরে যাবে বালি
কিছু যে কবিতা লেখা - - সেখানেও
তুমি নাকি
অংশীদারি চাও?
হাওয়া হয়ে ভুলে যাও, রোদে রোদে অভিমান করে
পালকে ভরিয়ে আলো, ছায়া মুড়ে রাখো চারিধার
এসব চাতুরী ছল, একঘেয়ে জানা আছে খুব।
তুমি সেলফোন হও, দিনভর বেজে যাও কানে
বলো, শুধু কথা বলো, শুনে নেবো তার কথা
তোমার কথায়...
আমি ও আমাকে যারা ভালোবেসেছিল কোনোদিন
কিছু যে কবিতা লেখা - - সেখানেও
তুমি নাকি
অংশীদারি চাও?
হাওয়া হয়ে ভুলে যাও, রোদে রোদে অভিমান করে
পালকে ভরিয়ে আলো, ছায়া মুড়ে রাখো চারিধার
এসব চাতুরী ছল, একঘেয়ে জানা আছে খুব।
তুমি সেলফোন হও, দিনভর বেজে যাও কানে
বলো, শুধু কথা বলো, শুনে নেবো তার কথা
তোমার কথায়...
আমি ও আমাকে যারা ভালোবেসেছিল কোনোদিন
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই