Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ঈশ্বর ও প্রেমিক / সৌমাল্য গরাই

তুমি যে পথে ঈশ্বর খুঁজেছ,
আমি সেই পথে তোমাকে
যেখানে নদী ও পথ একাকার হয়ে মেশে
আমি সেখানে তোমার প্রচ্ছদ এঁকে ফেলি

তুমি যে পথে গাছ গাছালি আর ছায়াকে শুইয়ে রাখো আমিও
একটুকরা হাসির জড়ুল সেলাই করি তাদের বল্কলে বল্কলে।


আমি নই, আমার ভিতর একটি ঈশ্বর ও প্রেমিক
প্রেম-অপ্রেমের সিন্দুক, খুলে নিতে চায়-
এক একটি কবিতার ঘূর্ণনে।

কান্নার ধ্বনিটি একটি রুগ্ন নারী ও শিশুর পোট্রেট-
অথবা ছড়িয়ে ছিটিয়ে পড়া জলরং।
আমি তাদের একটু উষ্ণতার জন্য ভালবাসতে দেখি

তুমি যে পথে ঈশ্বর খুঁজো
আমি সেই পথে তোমাকে।
পথে পথে ঈশ্বর খুঁজতে খুঁজতে
ক্লান্ত হয়ে, যখন আমায় ভুলে যাও
আমার ঈশ্বর প্রতিবাদী হয়ে ওঠে।



অলঙ্করণ-সঞ্জীব




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.