Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / অম্লান রায় চৌধূরী

দিগন্তের তারারা

দিগন্ত রেখার চলন দেখেছো,
জানতাম দেখোনি
শুনেছো কলকাকলিতে কামানের ডাক
,
জানতাম
  শোনোনি
পেয়েছো কখনো না পাওয়ার স্বাদ
,
জানতাম পাওনি
দিয়েছ কখনো নিঃস্বার্থের চন্দন মালা
,
জানতাম দেওয়া হয়নি
আজকে আমি জড়িয়ে আছি ঐ -
দ্বন্ধ সকল পিলশুচে.
প্রদীপ
  জ্বললেও সলতেরা,
কথা বলে
, জেগে ওঠে,
কত প্রদীপ চাই বলতো -
এক মহাকাশ তারা জ্বালাতে।
কত সলতে পাকাতে হবে-
প্রদীপের মান ভাঙ্গাতে।


 
উপন্যাসের ফসিল শুকানো না ভাবা

এক বারান্দায়, নতুন পাতা এল কি ভাবে
স্বেচ্ছায় যেমন জন্মাইনি
, মৃত্যু ও
তো অজ্ঞাত
দারুচিনির দেশে মেশা
  মেছো গন্ধ
অনেক টা কুহুর কলতানে
সুরহীন
ওটা ভাবাই এখন কাজ।


অলঙ্করণ-সঞ্জীব



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.