বটমলাইন / বিকাশকুমার সরকার
মাথার উপর সম্পর্কের ছাদ, জানে না মনের উচ্চতা তোমার—
আকাশ, যাকে মেঘ বলে ডাক, তার কাছে জলের ধারণা এখনও জীবন
বাষ্পভারে ঝরে পড়া সূর্যের জলীয় ঘামের মতো
কেন হবে শুধু একজনের তুমি! অক্সিজেনের উপাদান আমারও খুব প্রিয়
শরীর থেকে বিলুপ্ত হয়ে গেছে কেবল একটা ঝুলন্ত হাড়
মুঠোর মধ্যে চেপে ধরে আছি তাও, তোমার বিপরীতগামী দুটো হাত
জানি, লক্ষ্যস্থির করে দেওয়ার জন্য কখনও আমাকে করবে না তুমি মাফ
স্বাধীনতা কিনতে লাগেনা কোনও অর্থ, বলতে পারিনি তবু কেন এত ছুটছ —
কামনা আর ক্লান্তি দুটো ভিন্নধর্মী শব্দ পাশাপাশি হলে উভয়ে ঘুমিয়ে যায়
ছেঁটে ফেলা আবেগের ডাল, কীভাবে দেবে বনসাই বটবৃক্ষের ছায়া
তাই সংগ্রহে নেই কোনও প্রতারক আলো,
তবু রসদ জোগাড়ে প্রয়োজনে খাড়া হয়ে ওঠে সবুজ
তবু রসদ জোগাড়ে প্রয়োজনে খাড়া হয়ে ওঠে সবুজ
যেন ছিটকে এসে গায়ে লাগা আমার তুমি চাপা পড়ে থাকা রোম্যান্স
পরিণতির দিকে যেতে না চাওয়ার কারণ ভেবেছ সাহস কম, ধরতে পারনি
মূলত তোমার প্রতি দুর্বল আমি, রাতদিন আদর করি জাহানের শরীর
কখনও নতজানু হয়ে দাঁড়াব না বলে তোমার সামনে, বিরহে আমার বড় ভয়
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই