Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / অসিত বরণ চট্টোপাধ্যায়, রুমেলা দাস


বিষাদ কুম্ভ
অসিত বরণ চট্টোপাধ্যায়

নীল নক্ষত্রের গায়ে লেপটে থাকা
বিষণ্ণ রাতে, উল্কি আঁকা
নির্ঘুম ব্যর্থ স্বপ্নরা ভেসে যায়
অনাদরে
, পানকৌড়ি নৌকায়,
রাত গভীর থেকে হয় গভীরতর
কবুতর বুকের স্পন্দনে
অনুচ্চার শিকড়ে ব্যস্ততা জমে
দেওয়া নেওয়ার পালায়।
ক্রমশ: রাতের বুকভরা মধু
ঝরে পড়ে ফোঁটা ফোঁটা
অন্তহীন বিষাদ কুম্ভে।

আসন্নপ্রসবা মিষ্টি সকাল
ভেসে যায়
, দুর ঠিকানায়
ভোরের শিউলি ঝরে যায়
নির্মোহ বেদনায়।

  

বাগান
রুমেলা দাস

যেকোনো গাছ থেকে সবুজ তুলে
দিতে পারি তোমায়,
তোমার দু-হাতের পাতায় মেলে ধরতে পারি
আনন্দদের
তোমার মাদকতার ধোঁয়া ছাড়িয়ে
একরাশ উচ্ছ্বাস রঙিন হয়ে,
মত্ত হয়ে
বলতেই পারি
এ সবুজেই তোমার,আমার বিপর্যস্ত উদ্বেল।


অলঙ্করণ-সঞ্জীব



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.