Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বেদনগাথা / অভিজিৎ চট্টোপাধ্যায়

নিজের সাথে নিজের দেখা বহুবছর পরে
ছাড়পত্রের নেই প্রয়োজন
, শিউলি নিজেই ঝরে

কাটাকুটি খেলার সময় শূন্য কত দামি
 
হতে পারে বালির শিল্প
, আসলে মরুভূমি

এক সমুদ্র
, দুই সমুদ্র, তিন সমুদ্র শেষে
নিজের সাথে নিজের দেখা নিশ্বাসে
-প্রশ্বাসে

পরিণতির ভয় করিনা
, মুগ্ধতা যায় ভিজে
বরফটুকু গলিয়ে দিতে গান বেধেঁছি নিজে


জিভ শুকিয়ে কাঠ হয়েছে
, জীবনও একপেশে
ঠিক তখনই স্বাদ পেয়েছি দৈবী সুধারসের


বিষণ্ণতার আড়াল রেখে শব্দ সাজাও ফোনে
কখন দেবে সব অধিকার বিশেষ আপনজনের



অলঙ্করণ-সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.