Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অমাবস্যা / নীপবীথি ভৌমিক

অমাবস্যা রঙ আমার বড়ই প্রিয়
আমি চলে যাই তার কাছে মাঝে-মাঝেই

        নিকষ বর্ণের মেঘেরা আসে, কখন বৃষ্টি কিছু কিছু
অমাবস্যা রং গায়ে মেখে, আমি স্নাত হই সেই বর্ষণ ধারাপাতে

       মাঝে মাঝে ঘুম আসে, দূর আকাশ পথ থেকে
মেখেও নেই সেই ঘুম-সুগন্ধি, চোখের পাতার-ছায়ায়

  ঘুমিয়ে পড়লে মৃত্যুও আসে, একটা পাখি এসে ডেকেও নিয়ে যায়
         তার নির্ঝর ডানার কাছে


অলঙ্করণ-সঞ্জীব
আজকাল, মৃত্যু কালের ভিতর অনেক জন্মকাল দেখি
এখনও খুঁজে দ্যাখো, পাবে তাকে তুমিও
আমার প্রবেশ পথের ধুলোয়, রেখে গেছে তার
        শান্তি- চুম্বন-চিহ্ন!



অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.