স্থিরতাসমগ্র / সুমন্ত চট্টোপাধ্যায়
(১)
শান্ত হতে দাও নিজেকে,
স্থির—আরো স্থির জলেই তো
সত্তাকে দেখা যায়—স্বচ্ছতম।
স্থির—আরো স্থির জলেই তো
সত্তাকে দেখা যায়—স্বচ্ছতম।
(২)
কাদাজল দেখে উদ্বেগ নয়,
প্রকৃতির নিয়মেই ঝরে যাবে
বাষ্পেরা একদিন—পবিত্রতায়।
প্রকৃতির নিয়মেই ঝরে যাবে
বাষ্পেরা একদিন—পবিত্রতায়।
(৩)
কখনো সরিয়ে নিতে হয় নিঃশ্বাস,
আর দূর থেকে আপনাকে দেখার
রন্ধ্রে রন্ধ্রে বেজে ওঠে—সোনালী মৃদঙ্গ।
আর দূর থেকে আপনাকে দেখার
রন্ধ্রে রন্ধ্রে বেজে ওঠে—সোনালী মৃদঙ্গ।
(৪)
পান করা যায় হাজারো পৃথিবী,
অথচ নিজেকে পান করার মত পানীয়
এই মহাবিশ্বের—কোথাও মেলে না।
অথচ নিজেকে পান করার মত পানীয়
এই মহাবিশ্বের—কোথাও মেলে না।
(৫)
নাহ, স্তব্ধতা অর্থেই মৃত্যু নয়,
স্বছ—আরো স্বচ্ছ জলেই তো
মায়ানগরী প্রতিভাত হয়—স্থিরতম।
স্বছ—আরো স্বচ্ছ জলেই তো
মায়ানগরী প্রতিভাত হয়—স্থিরতম।
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই