Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভিটেমাটি / রাজীব পাল

কত কাল হলো, সময় অসময়
আমি
তার ভিজে আঁচলে মুছে নিতাম
ক্লান্তির
পাললিক স্তর, দহনের ছাই...

বর্ষার আদরে দেয়ালে দেয়ালে
ভাঙ্গাচুরা
, খসে পড়া প্লাস্টার মুখ ঢাকে
শ্যাওলার
সবুজ নরম চাদরে‌‌‍...

ঘরের ভিতরে দুফাঁক হওয়া মেঝে
দ্বিধাহীন
, জেগে উঠেছে মাটির পুষ্ট বুক
নামে
মায়াবী শিকড়ের কচি ঠোঁট...

আড়ালে কী কোথাও জন্মেছে
অনাকাঙ্ক্ষিত
চারাগাছ, উপড়ে ফেলি তার শিকড়ের প্রতিশোধ স্পৃহা...

ভিটেমাটি ছেড়ে খিদেতেষ্টায় আমি
মেঘ
পাড়ার বসতি হতে চেয়ে নিরুদ্দেশ হয়েছিলাম কোন এক ভোরে..



.

অলঙ্করণ-সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.