Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভরা ভাদ্র মাস / বিশ্বজিৎ লায়েক

শুধু একবার 
স্বপ্ন জড়িয়ে কেঁদে উঠতে দাও লক্ষ্মীটি 
শুধু একবার ব্যক্তিগত প্রেম ছুঁয়ে 

এত মনখারাপ 
শুকনো ঠোঁটে জিভের আর্দ্রতা চাইছি তা থৈ থৈ লালা 
ভুলে যাচ্ছো লুকোনো চুম্বন মৃদুমন্দ গোপনতা 
আলজিভ ছুঁয়ে খুলে দিচ্ছ ডানার পালক 
ধানের গন্ধে অমৃত উন্মুক্ত স্তন 

শুধু একবার ছোট গর্তের মুখে 
মুখ রেখে কেঁদে উঠতে দাও লক্ষ্মীটি




অলঙ্করণ-মৌমিতা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.