দুটি কবিতা / অর্পণ কুমার মাজি, রাজীব পাল
একমুঠো পপি
অর্পণ কুমার মাজি
অর্পণ কুমার মাজি
বৃষ্টির প্রথম ছাঁটে ভেজা মাটি
প্রেমিকার শরীর যেন নতুন বই
ভাঁপা পিঠে,পলিথিন আর ডেনড্রাইট
শ্বাসপ্রশ্বাসের রং কমলা। অস্বস্তি।
কপালের শিরা স্পষ্টতর হয়
প্রেমিকার শরীর যেন নতুন বই
ভাঁপা পিঠে,পলিথিন আর ডেনড্রাইট
শ্বাসপ্রশ্বাসের রং কমলা। অস্বস্তি।
কপালের শিরা স্পষ্টতর হয়
শরীরে তীব্র খিঁচুনি
মুঠোভরা পপি ফল
সর্বনাশা হলেও বেদনানাশক।
মুঠোভরা পপি ফল
সর্বনাশা হলেও বেদনানাশক।
রাজীব পাল
অভ্যেস বা বদঅভ্যেসও বলা যায়।
এখনও আমার বিকেলের হাঁটা পথ
তোমার বাড়ির সামনে এসে দাঁড়ায়
কথারা মুঠোয় ধরা পাখির ছটফটানি ডানা;
আর কোনো কথা কী বাকি আছে আমাদের মধ্যে?
পথের দোষ কী!
চেনা লোক দেখে ডেকে আনে ঠিক
আমরাই ভেবেছি পথ বদলের কথা
পথ তো ভাবেনি, বিচ্ছেদ কথা ভুলে
তোমার বাড়ির সামনে এসে দাঁড়ায়
এখনও আমার অন্যমনস্ক হাঁটা পথ…
অলঙ্করণ- সঞ্জীব
কোন মন্তব্য নেই