দুটি কবিতা / দীপ মৈত্র
কথা
কথা বল, সাহসী
পাথর
তোমার প্রশ্নের আঁচ এসে লাগে খারাপ মেয়ের চোখে,
তোমার স্বরের কেনা গোলামির খাঁজে বিস্তৃত বালিয়াড়ি..
লেখার পর লেখায়,
রক্ত, চামড়া, দ্বেষে,
উল্লাসে।
তোমার প্রশ্নের আঁচ এসে লাগে খারাপ মেয়ের চোখে,
তোমার স্বরের কেনা গোলামির খাঁজে বিস্তৃত বালিয়াড়ি..
লেখার পর লেখায়,
রক্ত, চামড়া, দ্বেষে,
উল্লাসে।
লিখে রেখো, আবার বিদ্রোহের স্বপ্ন আসে যদি
পৃথিবীর শেষ গহ্বরেও,
এইটুকু নিয়ে তার প্রেম বেঁচে যাবে
আর আমিও।
হয়তো।
দৃশ্য
কাল বিকেলে চলো কলকাতা দেখি।
এই ওয়ালেটে রাখা ছেঁড়া চিঠিটা
বা প্রথম পুঁজি থেকে কেনা কবিতার বই তিনটে যেভাবে দেখে,
সেভাবে নয়।
বরং
যে বিকেলে তুমি চশমা ছাড়া প্রথম জানলা দেখেছিলে,
ঠিক তেমন ভাবে দেখতে পারি যদি।
এই ওয়ালেটে রাখা ছেঁড়া চিঠিটা
বা প্রথম পুঁজি থেকে কেনা কবিতার বই তিনটে যেভাবে দেখে,
সেভাবে নয়।
বরং
যে বিকেলে তুমি চশমা ছাড়া প্রথম জানলা দেখেছিলে,
ঠিক তেমন ভাবে দেখতে পারি যদি।
তোমারও তো "এখন
বৃষ্টি ভাল লাগে"।
অলঙ্করণ-সঞ্জীব
কোন মন্তব্য নেই