Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ভালোবাসা / সবর্না চ্যাটার্জ্জী


কখনও দেখি কিছু পাতা যেন কথা বলে,
অবিকল কিছু মুখের রহস্যময়তা!
সবুজ অন্ধকার পেরিয়ে তোমায় এঁকে রাখা এক
গহন অরণ্য ভেবে!
কাঁপা কাঁপা বিদ্যুৎ এর মত শিরা উপশিরা ধরে বয়ে চলে তরঙ্গলতা,
রূপোলী কারুকার্য মাখা জ্যোৎস্না স্নিগ্ধতা- জড়ানো পোশাকি জটিলতা ঘিরে-
কস্তুরীগন্ধে তুমি পাতাঝরা আরণ্যক, কোনো এক!
এ পাতা তোমার কথা বলে
শত সহস্র বছর আগেও যে ছিল একই রহস্যময়ী, তাকে রচনা করেছে এমনই কোনো গাছ
ভালোবাসা তো গাছই!
একটা একটা পাতায় লেগে থাকা শিশিরের মতই এক একটা ঋতুর আদরের মতই
এক একটা আবেগের মতই
সে পাতা ঝরে গেলে কি মৃত্যুই কঠোর বাস্তব?



অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.